রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, অষ্টম শ্রেণির ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন, মৃত্যু হয়েছে অন্তত একজনের। সোমবারের মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক শোক বার্তায় বিসিবি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারের প্রতি দোয়া কামনার পাশাপাশি গভীর সমবেদনা জানিয়েছে। বিসিবির শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকার মাইলস্টোন কলেজের কাছে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি বিসিবির গভীর সমবেদনা জানাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা রইল।’
পৃথক এক শোক বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। এই শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’
বাংলাদেশ কাবাডি ফেডারেশনও শোক জানিয়েছে এই ঘটনায়, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল অমূল্য প্রাণ ঝরে গেল, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম, শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা স্তম্ভিত ও ব্যথিত।’