বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির দিন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে পা ফেলার জায়গা ছিল না। ১৪ মাস পর হোম অফ ক্রিকেটে বাংলাদেশে টি-টোয়েন্টি ক্রিকেট ফেরার দিন বলে কথা। বাইরে উপচে পড়া ভিড়, ভেতরে গমগমে গ্যালারি। তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবদের একেকটা ডেলিভারিতে গ্যালারিতে উঠেছে গর্জন, পারভেজ হোসেন ইমনের দারুণ সব ছক্কায় কান পাতা দায়। তবে এক দিন পরই যেন বদলে গেল চিত্র।
দ্বিতীয় টি-টোয়েন্টির আগে স্টেডিয়ামের প্রবেশ গেটের বাইরে বেড়েছে সেনাবাহিনীর তৎপরতা। খেলা দেখতে আসা দর্শক-সমর্থকদের মাঝেও কেমন অদ্ভুত এক নীরবতা। গ্যালারির কান ফাটানো উল্লাসের ফ্রিকোয়েন্সিও যেন আজ খানিকটা মিইয়ে এসেছে। সোমবার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্তম্ভিত পুরো দেশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় মঙ্গলবার ঘোষণা করা হয়েছে এক দিনের রাষ্ট্রীয় শোক। এর প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও।

বিসিবি কার্যালয়ের ওপর থাকা বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকা আজ অর্ধনমিত। বিসিবির মূল গেটের কাছে শোক প্রকাশ করে টানানো হয়েছে ব্যানারও। দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচ শুরুর আগে সাধারণত দুই দেশের জাতীয় সংগীত বাজলেও আজ এই নিয়মের বাত্যয় ঘটেছে। মাইলস্টোনে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে ক্রিকেটার আর ম্যাচ অফিসিয়ালরা ধারণ করেছেন কালো আর্ম ব্যান্ড। বিসিবিও এই ম্যাচটা উৎসর্গ করেছে তাদের সম্মানে। সাথে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে গোটা মাঠজুড়ে।

মাঠের স্পিকারে ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, সবাইকে অনুরোধ করেন যার যার অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য। এমনিতে সরগরম থাকা গ্যালারিতে তখনই নেমে আসে নীরবতা। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে প্রথম ছক্কাটা মেরেছেন পারভেজ ইমন, দর্শকরা উল্লাস করলেও মাঠে বাজেনি কোনো মিউজিক। বিসিবি থেকে সোমবারই জানানো হয়, মাইলস্টোন ট্র্যাজেডির সম্মানে দ্বিতীয় ম্যাচে থাকবে না কোনো মিউজিক।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান অধিনায়ক কথা বলেছেন হতাহতদের নিয়ে। এই দুর্ঘটনা ছুঁয়ে গেছে তাদেরও। সালমান আলী আগা বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। সবার জন্য মন থেকে প্রার্থনা করছি আমি। পাকিস্তানি হিসেবে এবং পিসিবির তরফ থেকে জানাতে চাই, আমরা তাদের পাশে আছি।’
টসে হারা বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা সবাই জানি গতকাল কী হয়েছে। এটা মেনে নেয়া একদমই সহজ ব্যাপার না। দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজ খেলতে নামছি। আমি নিজেও একজন বাবা, আমি জানি তারা সবাই কেমন অনুভব করছে। এই মুহূর্তে আমরা কেবল প্রার্থনাই করতে পারি।’