রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি ওই পাম্পে নিরাপত্তাকর্মী ছিলেন।
শনিবার বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
চিকিৎসক জানান, রোববার সন্ধ্যায় ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এ সময় মীর হোসেন দগ্ধ হলে তাকে ইনস্টিটিউটে আনা হয়। তার শ্বাসনালিসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানই তার মৃত্যু হয়েছে।
ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে ওই পাম্পে কাজ করছেন।