ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ৫৩ ব্রিটিশ নাগরিক

টাইমস রিপোর্ট
2 Min Read
আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের আংশিক একটি ভবনের ওপরে ঝুলে আছে। ছবি: দ্য টেলিগ্রাফ
Highlights
  • ২১৭ জন প্রাপ্তবয়স্ক এবং ১১ জন শিশু যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন

ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিল। খবর দ্য টেলিগ্রাফের।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, বোইং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়ন করার পর অল্প সময়ের মধ্যেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটে।

একটি অক্ষত বিমানের একটি অংশ ভবনের ‍ওপর ঝুলে থাকতে দেখা যায়। আর ধ্বংসাবশেষ থেকে আহত লোকদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়ার সময় শহরের ওপর ব্যাপক কালো ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

পুলিশ এখনো কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। তবে তারা নিশ্চিত করেছে যে, বিমানটি চিকিৎসকদের একটি হোস্টেলে আঘাত করেছে।

বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিল। এর মধ্যে ২৩০ জন যাত্রী ও১২ জন ক্রু সদস্য ছিলেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ার ইন্ডিয়া ও পুলিশ কর্মকর্তারা।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২১৭ জন প্রাপ্তবয়স্ক এবং ১১ জন শিশু যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান ছিলেন।

এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার কবলে পড়া ‘ফ্লাইট এআই১৭১’ আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক রুটে যাত্রা করেছিল। ‘এই মুহূর্তে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও সবশেষ তথ্য জানানো হবে।’

ব্রিটিশ বিদেশবিষয়ক কার্যালয় জানিয়েছে, তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে দুর্ঘটনার সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের সহায়তা দিচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, ‘ভারতের শহর আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন, দুর্ঘটনায় পতিত হওয়ার দৃশ্যগুলো ভীষণ মর্মান্তিক।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *