ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন ।
রোববার বিকেল ৫টার দিকে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতদের নাম বা পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। একই সময়ে মাধবপুর অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাও দুর্ঘটনায় পড়া মোটরসাইকেলদুটির সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহন হন অটোরিকশার চালক।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার জনের মরদেহ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।’