বোমা মেলেনি, কাঠমান্ডু যাচ্ছে ফ্লাইট

টাইমস রিপোর্ট
1 Min Read
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ছবি: বিমানের ফেসবুক পেজ থেকে নেওয়া

বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে একটি জরুরি বার্তার সূত্রে ‘বোমা আতঙ্কে’ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। নিরাপত্তা তল্লাশির পর তা কাঠমান্ডু যেতে প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। ঢাকা-কাঠমান্ডু রুটের এ ফ্লাইটে বোমা থাকার তথ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়। পরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ফ্লাইটটিতে তল্লাশি করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) এ বি এম রওশন কবীর রাত আটটায় টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘বিমানে কোনও বোমা বা কিছুই পাওয়া যায়নি, এটি ফেক কল ছিল।’

‘যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, তা শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।’

এর আগে বিকেলে ফ্লাইটটি ছাড়ার আগে অজ্ঞাতনামা ব্যক্তি কন্ট্রোল টাওয়ারে কল করে ফ্লাইটে বোমা থাকার তথ্য দেয়। এরপরই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানবন্দরের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *