বিদেশে বসে খেলার সুযোগ নেই: হাসনাত আব্দুল্লাহ

টাইমস ন্যাশনাল
1 Min Read

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কারের মাধ্যমে দেশে নতুন বন্দোবস্ত আনতে হবে। ত্রুটিপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থার কারণেই ৫ আগস্টের অভ্যুত্থান হয়েছে। তাই সংবিধান সংস্কার করতে হবে।

শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়কালে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিদেশে বসে কিংবা ক্যান্টনমেন্ট থেকে রেফারি হয়ে খেলার কোনো সুযোগ নেই।’

‘অনেকেই সংস্কার ছাড়া নির্বাচন চান, কিন্তু আমরা জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটি প্যাকেজ চাই।’

রাজনৈতিক নেতাদের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আর কয়েকবছর পর রাজনৈতিক নেতারাই ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে মব হিসেবে আখ্যায়িত করবেন। আর আমাদের তারা জঙ্গি বানিয়ে দেবেন। তাই সকলকে সতর্ক থাকতে হবে।’

এনসিপি নেতা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার পদটি একটি লস প্রজেক্ট হিসেবে প্রমাণিত হয়েছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গঠিত স্বাস্থ্য ব্যবস্থা এক বছরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

‘স্বাস্থ্য উপদেষ্টা গত নয়-দশ মাস ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি হয়নি।’

এনসিপির কেন্দ্রীয় নেতারা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দুই দিনের সফরে যশোরে এসেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা যশোরে পৌঁছে বাঘারপাড়ায় একটি পথসভায় অংশ নেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *