দুই দল শিক্ষার্থীর সংঘর্ষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় রণক্ষেত্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানয়, ওই দুই কলেজের শিক্ষার্থীরা প্রথমে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ।
সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে, আর সিটি কলেজের শিক্ষার্থীরা জড় হন সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে। দুই পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ পথচারী ও যানবাহন চালকরা আতঙ্কে এলাকা ত্যাগ করেন।
তাৎক্ষণিকভাবে সংঘর্ষের মূল কারণ জানা না গেলেও, পুলিশের ধারণা, পূর্ববর্তী কোনো বিরোধের জেরে এর সূত্রপাত হতে পারে।
ঘটনার পর পরই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় সেখানে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনীর নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে তৎপর রয়েছে।
সংঘর্ষের কারণে এক পর্যায়ে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকাজুড়ে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।