ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় ‘মব’সৃষ্টি করে বাধা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে মোট চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে দুপুরে হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে যান ছাত্রদলের নেত্রীরা। সেসময় একদল শিক্ষার্থী তাদের বাধা দেয়। এমনকি ‘মব’ সৃষ্টি করে তাদের হেনস্তা ও শারীরিকভাবে নির্যাতনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের।
সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে মনোয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।
সেখানে বলা হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদে ‘মব’ সৃষ্টি করে নেতা–কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হয়েছে। আবাসিক হলগুলোয় সব সংগঠনের জন্য সমান সুযোগ নেই বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
পরে ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানায় বিশ্ববিদ্যালয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর ড. এ কে এম নূর আলম সিদ্দিকী, সহকারী প্রক্টর আতিকা সানজিদা এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ।