রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রেমের সম্পর্কে অবনতির কারণে এ হত্যাকাণ্ড হতে পারে।
এ ঘটনায় সুজন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ির পাবনা জেলায়।
ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, মৃতের নাম শ্যামলী, বাড়ি নাটোর জেলায়। তিনি আজিমপুর এলাকায় বাস করতেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, সোমবার রাত ১১টার দিকে ওই নারী আক্রমণের শিকার হন। খবর পেয়ে তারা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নিলে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, নিহতর মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে ওই ‘হত্যাকাণ্ডের’ তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।