মিয়ানমার প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং শুক্রবার ব্যাংককে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিন অং হ্লাইং মিয়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে হোটেলে সাক্ষাৎ করেন দুই নেতা। এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস ২৮ মার্চ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় মিয়ানমারের জনগণের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।
বাংলাদেশের পাঠানো মানবিক সহায়তা নিয়ে দুই নেতা আলোচনা করেন। মিয়ানমারে ভূমিকম্পের পর বাংলাদেশি উদ্ধারকারী দল এখন সেখানে অবস্থান করছে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা আরও মানবিক সহায়তা দিতে সদা তৈরি। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।’
মিয়ানমারের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, বাংলাদেশের নেতৃত্বাধীন এই আঞ্চলিক সংগঠন নতুন গতিশীলতা লাভ করবে।
এর আগে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন।
এরই সূত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চিহ্নিত করার কাজ শেষ করেছে মিয়ানমার। যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। মূল তালিকায় থাকা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুত করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।