জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দেওয়ার মাধ্যমে তাদের মন জয় করার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলাপরিপন্থি এবং আইন ও বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই।’
রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এর আগে ডিএমপি কমিশনার প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে সশস্ত্র সালাম প্রদান করা হয়। সালাম গ্রহণ শেষে ডিএমপি কমিশনার বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘মাস্টার প্যারেডের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা।’
পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, ‘সপ্তাহে একদিন আপনারা কর্মস্থলগুলো পরিষ্কার করবেন। জনগণের কল্যাণে ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও বাড়াতে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’
ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ‘মানুষের সেবায় প্রতিটি কাজ পেশাদারীত্ব ও নিষ্ঠার সঙ্গে সম্পাদন করতে হবে। যে কোনো পরিস্থিতি দৃঢ় মনোবল নিয়ে মোকাবেলা করতে হবে। নিজেদের মনোবল সব সময় চাঙ্গা রাখতে হবে।’
‘পুলিশ সদস্যদের নিরপেক্ষ থেকে নিজেকে সম্পূর্ণরূপে জনসেবায় নিয়োজিত’ করার নির্দেশনাও প্রদান করেন ডিএমপি কমিশনার।