গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় সংগঠনটি বিক্ষোভ মিছিল করলে সেখানেও হামলার ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শৈলকুপা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের মিছিলে হামলা করেছে।
স্থানীয়রা জানান, নুরের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার রাত ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রিজের উপর পৌঁছালে ১০-১৫ জন মিছিলে হামলা চালায়। এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে তাদের মিছিলে ওই হামলার ঘটনা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান জানান, বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামে ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে গুরুতর আহত হন নুর। রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা।
রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের জানান, ডাক্তাররা বলেছেন, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আইসিইউ’তে তার চিকিৎসা চলছে।