নুরের ওপর হামলা: প্রতিবাদে ঢাকায় সমাবেশ, সারাদেশে বিক্ষোভ

টাইমস রিপোর্ট
2 Min Read
ছবি: উইকিপিডিয়া
Highlights
  • ‘সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যদি জবাব না দেন তাহলে পরবর্তীতে কোনো অঘটন ঘটলে সরকারকেই দায়ী থাকতে হবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান,  এ দিন দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি করবেন। পরে বিকাল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।

এর আগে, শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান তিনি।

হামলার বিষয়ে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেন, ‘আমরা আওয়ামী লীগের আমলেও এমন হামলার শিকার হইনি। আজকে নুরুল হক নুর আইসিউতে কেন, তার জবাব সরকারকে দিতে হবে।’

এর আগে শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নুরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। তার মাথা ফেটে গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর গুরুতর আহত হন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *