নির্বাচনে দখলের চেষ্টা হলে কেন্দ্রের ভোট বাতিল: সিইসি

টাইমস ন্যাশনাল
1 Min Read
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।। ছবি: টাইমস
Highlights
  • ‘বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিষয়টি এখন আদালতের বিবেচনায়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে দখলের চেষ্টা হলে সেই কেন্দ্রের সম্পূর্ণ ভোটই বাতিল করা হবে।

শনিবার সকালে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন

সিইসি বলেন, ‘যারা ব্যালট বাক্স দখলের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন ভেঙে যাবে। কেউ কেন্দ্র দখল করলে তার ফলাফল গণনায় আসবে না। কেন্দ্র দখলের পুরোনো ইতিহাস ভুলে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজান শুরু হওয়ার আগেই, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচন কমিশন প্রস্তুতি জোরদার করেছে।’

আনুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন নিয়ে চলমান বিতর্কের বিষয়ে সিইসি বলেন, ‘সংবিধানে এ ধরনের পদ্ধতির সুযোগ নেই, তাই এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে বিতর্ক থাকলেও নির্বাচন কমিশন সে বিষয়ে জড়াতে চায় না।’

এ সময় তিনি আরও জানান, নির্বাচনী কাজে আগে যেসব জেলা প্রশাসক ও পুলিশ সুপার কাজ করেছেন তাদের পুনর্বহালের কোনো পরিকল্পনা নেই।

আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বিষয়টি এখন আদালতের বিবেচনায়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *