ময়মনসিংহ ও ফেনীতে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শি ও পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও একজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ত্রিশাল-মধুপুর সড়কের উপজেলার বীররামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম অনুফা বেগম। তিনি জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে নিহত অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
অন্যদিকে, ফেনীতে ট্রাকের চাপায় ও সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক নজরুল ইসলাম ও অটোরিকশার যাত্রী দুধমুখা এলাকার রাজিব।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বসুরহাট সড়কের শরীফপুরে এ দুর্ঘটনা ঘটে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, অটোরিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।