বিএনপির তিন অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ চলছে। বুধবার দুপুরে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে এ সমাবেশ। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের সূচনা হয়।
আয়োজকেরা জানিয়েছেন, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ এই সমাবেশে যোগ দেবে বলে তারা আশা করছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে তৈরি করা মঞ্চ ঘিরে নেতাকর্মীদের বিশাল উপস্থিতি দেখা যায়। মিছিল নিয়ে তারা রাজধানীতে আসছেন, কেউ কেউ রঙিন ক্যাপ ও টি-শার্ট পরে অংশ নিচ্ছেন। সমাবেশকে ঘিরে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ফলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। এছাড়া উপস্থিত থাকবেন খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, ‘চট্টগ্রাম, খুলনা ও বগুড়ার সমাবেশের ধারাবাহিকতায় পল্টনে তরুণদের ঢল নেমেছে। এই সমাবেশ ভোটাধিকার, সাম্য ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের পথে একটি গণ-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।’
মে মাসজুড়ে তরুণদের নিয়ে সেমিনার ও সমাবেশ করে আসছে বিএনপির এই অঙ্গসংগঠনগুলো, যার শেষ আয়োজন বুধবারের সমাবেশ। আয়োজকদের দাবি, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তরুণদের রাষ্ট্রচিন্তায় যুক্ত করার একটি নীতিগত প্রয়াস।