সপ্তাহের প্রথম দিনে সূচকের উত্থান হয়েছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ।
রোববার সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৭ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪২ পয়েন্ট।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। ১৮০টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৪৬ কোম্পানির এবং ৭২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
‘এ’, ‘বি’ এবং ‘জেড’—তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির ‘এ’ ক্যাটাগরির ২১৯ কোম্পানির মধ্যে ৯৮ কোম্পানির দরবৃদ্ধি হয়েছে। কমেছে ৮৪ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ২৯ কোম্পানির ১০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড সর্বোচ্চ ৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
৯ দশমিক ৬৬ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে মোজাফফর হোসেন স্পিনিং মিলস এবং ৯ দশমিক ৮২ শতাংশ দর হারিয়ে তলানিতে এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড। সারাদিনে ঢাকার বাজারে ৭৭৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৭৮৯ কোটি টাকা।
ঢাকার মতো সূচকের বড় উত্থান হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সার্বিক সূচক বেড়েছে ১৪৬ পয়েন্ট। লেনদেন হওয়া ২২৪ কোম্পানির মধ্যে ১২৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৭৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৩ কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। সারাদিনে চট্টগ্রামে ১০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।