ট্রেনে চীন সীমান্ত পেরুলেন কিম জং উন

2 Min Read
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীন সীমান্ত পেরুলেন। ছবি: কেসিএনএ/ রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুলেট প্রুফ বিশেষ ট্রেনে চীন সীমান্ত পেরুলেন। তিনি বেইজিং শহরের একটি সামরিক প্যারেডে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিজয় দিবসের কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিম। আর এটি হবে তার প্রথম বহুপক্ষীয় আন্তর্জাতিক বৈঠক।

কিম মঙ্গলবার তার আর্মর্ড ট্রেনে চীন পার হয়েছেন। শোনা যাচ্ছে, সেখানের রেস্তোরাঁয় দামি ফরাসি মদ এবং তাজা গলদা চিংড়িসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। বাড়তি নিরাপত্তার কারণে ট্রেনটির গতি অনেক ধীর বলে কিমের যাত্রা ২৪ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ।

চীনের সামরিক কুচকাওয়াজে ১৯৫৯ সালের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোন নেতা উপস্থিত হচ্ছেন। সেখানে কিম ছাড়াও মিয়ানমার, ইরান ও কিউবার নেতারাও উপস্থিত থাকবেন।

এটি চীনের ২০১৫ সালের সামরিক কুচকাওয়াজের চেয়েও জমকালো হবে বলে ধারণা করা হচ্ছে।

কিম সাধারণত বিদেশে খুব কমই ভ্রমণ করেন। সর্বশেষ ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি দু’বার সাক্ষাৎ করেন।

তিনি সর্বশেষ ২০১৯ সালে বেইজিং সফর করেন, যেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অংশ নেন। সেই সফরেও তিনি ট্রেনে করে চীন গিয়েছিলেন।

কিমের দাদু কিম ইল সং ছিলেন প্রথম ব্যক্তি, যিনি ট্রেনে ভ্রমণ শুরু করেন, তিনি ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপ সফর করেন। কিমের বাবা কিম জং ইলও ট্রেনে ভ্রমণ করতেন, কারণ তিনি বিমানে ভ্রমণকে ভয় করতেন।

একটি দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমের দাবি,  কিমের এই আর্মর্ড ট্রেনের প্রায় ৯০টি কোচ রয়েছে, যার মধ্যে রয়েছে কনফারেন্স রুম, দর্শক কক্ষ এবং শোবার কক্ষ।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *