জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে। জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র‌্যাবের কিছুটা দুর্নাম থাকলেও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে র‌্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের সুনাম ও প্রশংসা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে র‌্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘র‌্যাবকে অতীত ভুলে গিয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে র‌্যাবের উল্লেখযোগ্য সাফল্য হলো মাদকদমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখা।‘

তিনি আরও বলেন, ‘আমরা মাদকের বাহকদের ধরছি, কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই মাদকের গডফাদারদের আটকে র‌্যাবকে ভূমিকা রাখতে হবে। তা ছাড়া, লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারেও র‌্যাবকে প্রধান ভূমিকা রাখতে হবে।‘

গত বছর দুর্গাপূজায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় র‌্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। তাই এবার আরও সচেষ্ট ও আন্তরিকতার সঙ্গে র‌্যাব সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। এখন থেকেই পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি বাড়াতে হবে।’

এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকোন্দল ও সহিংসতা বাড়তে পারে। তা ছাড়া, পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

তিনি এ সময় মারণাস্ত্র ব্যবহারের বিষয়ে র‌্যাব সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।

পরে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। গতবারের চেয়ে এবার পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্গাপূজা নিয়ে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।’

তিনি জানান, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দুর্গাপূজায় পাঁচ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। তা ছাড়া, প্রতিটি পূজামণ্ডপে মণ্ডপের পক্ষ থেকে সাতজন লোক দায়িত্ব পালন করবে। তারা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে।’

ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ র‌্যাবের সকল ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *