ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেলেও শাকিব খান ও অপু বিশ্বাসের এখনও দেখা-সাক্ষাৎ হয়। এর উপলক্ষ তাদের সন্তান আব্রাহাম খান জয়। তাকে উচ্চমানের শিক্ষার পরিবেশ দিতে এবার তারা পাড়ি জমাচ্ছেন সিঙ্গাপুরে।
এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। তিনি জানিয়েছেন, জয়কে সিঙ্গাপুরের একটি নামকরা স্কুলে ভর্তি করাতে চলেছেন তিনি। এই সিদ্ধান্তে বাবা শাকিবের ভূমিকা ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ। অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা কিছুদিন ওই দেশেই থাকব।’
এ নিয়ে শাকিব খানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপু। তার ভাষায়, ‘এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যেই আলোচনা হয়েছিল। তবে কীভাবে সেটা বাইরে চলে এলো, জানা নেই। আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’
এর আগে ঢাকার একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছিল শাকিব-অপুর ছেলে জয় ও শাকিব-বুবলীর ছেলে বীর। তবে নানা পারিবারিক জটিলতা এবং গসিপ-চাপা সংঘাতের জেরে জয়কে সেই স্কুল থেকে তুলে নেন অপু। এরপরই সিদ্ধান্ত নেন ছেলেকে দেশের বাইরে একটি নিরাপদ ও সুস্থ পরিবেশে বড় করে তুলবেন। তারই প্রেক্ষিতে জয়কে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে।
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর।