চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি)। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিএমপির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আসামিরা হলেন- বাগেরহাটের মোংলা থানার মালগাজী এলাকার এন এইচ মানিক (৪২) ও একই গ্রামের মো. কামাল (৪৩)।
ডিবি-উত্তরের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, ২০২৪ সালের ৫ আগস্ট সিএমপির বিভিন্ন থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, লুণ্ঠিত অস্ত্রসহ এক ব্যক্তি ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার কাছে থাকা সিএমপির একটি পিস্তল নিজ গ্রামের বাড়ি মালগাজী এলাকায় বন্ধু কামালের কাছে রেখেছেন। পরে গোয়েন্দা দল মানিককে সঙ্গে নিয়ে মালগাজী গ্রামে অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।