খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি ঐক্যের ডাক নাহিদের

টাইমস ন্যাশনাল
2 Min Read
খাগড়াছড়ির পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: টাইমস

শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা কর্মসূচির পর পথসভায় তিনি এ কথা বলেন।

সম্প্রীতির আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পাহাড়ে বসবাসকারী পাহাড়ি হোক, বাঙালি হোক; প্রত্যেকটি জনগোষ্ঠিই বঞ্চিত। এখানে উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য-সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রয়োজন।’

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়ে তুলতে এনসিপি’র পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

খাগড়াছড়িতে এনসিপির কর্মসূচিতে ছিল কঠোর নিরাপত্তা। ছবি: টাইমস

খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চের এ সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিনাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ‘সংখ্যায় যে যত বেশি কিংবা কম হোক; নীতি নির্ধারণের ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠির স্বার্থ বিবেচনায় রাখতে হবে।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শ্লোগানে সোমবার বেলা আড়াইটায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিন করে।

পদযাত্রায় অংশ নিতে জেলার ৯ উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সকালেই খাগড়াছড়ি শহরে আসেন। কেন্দ্রীয় নেতারাও চট্টগ্রাম থেকে দুপুরের আগে খাগড়াছড়ি পৌছান।

এনসিপির পদযাত্রা ও পথসভা ঘিরে খাগড়াছড়িতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *