সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গের’ উদ্যোগে অনুষ্ঠিত হলো আলেখ্যানুষ্ঠান ‘ভাল থেক ফুল’।
শুক্রবার রাজধানীর ছায়ানট ভবনের এই আয়োজনে শিল্পীরা দীর্ঘ প্রস্তুতি শেষে মঞ্চে ওঠেন কিছু কালজয়ী গান নিয়ে। একক, দ্বৈত ও সমবেত কন্ঠে পরিবেশিত হয় বাংলা ভাষায় রচিত সেরা গানগুলো।
রবীন্দ্রনাথ, নজরুল, ছাড়াও শামসুর রাহমান, আবু হেনা মোস্তফা কামাল, মোহাম্মদ মনিরুজ্জামান, নয়ীম গহরসহ বিভিন্ন গুণীজনের নির্বাচিত গান পরিবেশনায় সৃষ্টি হয় সুরের লহরী।
সংগীত পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। দুই শিশু সারেঙ্গী বাদক মাহিমা মেহজাবিন ও ইউসুফ আহমেদ মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের।