লা লিগা জমে উঠেছে পুরোদমে। আর জমাট রেসের মাঝখানে হাজির ‘ফাইনাল-বেগুনে’ ম্যাচ—এল ক্লাসিকো!
রবিবার বার্সেলোনার লুইস কোম্পানিস স্টেডিয়ামে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা আর রিয়াল। একপাশে শিরোপার ধারে থাকা ফ্লিকের তরুণ-দুর্ধর্ষ বার্সা, অন্যপাশে হারের ক্ষতে জ্বালা নিয়ে ফিরে আসা অ্যাঞ্জেলত্তির তারকাখচিত মাদ্রিদ।
বার্সেলোনা এখন পয়েন্ট তালিকায় এগিয়ে ৪ পয়েন্ট। হাতে মাত্র চারটা ম্যাচ। এই ক্লাসিকো জিতলেই প্রায় শিরোপা পকেটে চলে আসবে—মানে, বাস্তবের ‘নকআউট ব্লো’!
আর রিয়াল? তাদের কাছে এটা শুধুই ম্যাচ না, আত্মসম্মানের ব্যাপার। আগের ক্লাসিকোতে তো বার্নাবেউয়ের মাঠে ৪-০-তে ধরা খেয়েছে তারা!
হান্সি ফ্লিকের বার্সা এখন আক্রমণ আর গতি মিলিয়ে একেবারে ঝড়। লামিন ইয়ামাল—মাত্র ১৭ বছর বয়সে যেভাবে উইংয়ে কাঁপিয়ে বেড়াচ্ছে, তা দেখে অভিজ্ঞ ডিফেন্ডাররাও কাঁপছে। পেদ্রি-ডি ইয়ংয়ের মাঝমাঠের শীতলমাথার নিয়ন্ত্রণ আর ফ্ল্যাঙ্কে বালদের ফিরে আসা মানে দলটা এখন ফুল গিয়ারে।
লেভানডোভস্কির ক্লাসিকো রেকর্ড চোখ ধাঁধানো—১৭ ম্যাচে ১১ গোল! তবুও হয়তো দেখা যেতে পারে ‘ফলস নাইনে’ ফেরান তোরেসকে। ওদিকে রিয়াল মাঠে নামবে বদলার ক্ষুধা নিয়ে। এমবাপ্পে আর ভিনিসিয়াস দুজনেই হাই লাইনের বিপক্ষে একেকটা চলন্ত আগ্নেয়গিরি।
আর বেলিংহ্যাম? মিডফিল্ড থেকে এসে এমবাপে’র পেছনে যেভাবে জায়গা খুঁজে নেয়, ঠিক জায়গামতো না আঁটকে ধরলে বিপদ সময়ের ব্যাপার মাত্র।
অন্য ক্লাসিকো থেকে এইটা আলাদা, কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে অনেক কিছু। শিরোপা পেতে হলে বার্সার জয় চাই, রিয়ালের চাই মর্যাদা ফিরে পাওয়া। যারাই জিতুক, রবিবারের রাতটা স্প্যানিশ ফুটবলের ইতিহাসে ঠিকই জায়গা করে নেবে।