‘এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না’

টাইমস ন্যাশনাল
2 Min Read
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। পাটগ্রামে কি হয়েছে দেশবাসী দেখেছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, ‘পত্রিকার পাতা খুললেই বীভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপর, মানুষের জীবনের উপর এই থাবা দেখছি। নিজের লোককেও খুন করতে কুণ্ঠাবোধ করছে না।

‘সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা মৌলিক সংস্কারও আদায় করে ছাড়ব, সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়ব। কেউ যদি ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। ভোটকেন্দ্রে কোনো মাস্তানি ও কালো টাকার খেলা সহ্য করা হবে না। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না।’

রংপুরের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার রাজনৈতিক শিষ্ঠাচার জানতো না। জানতো না বলেই তারা বিদায় নিয়েছে। একই অপকর্ম যদি আবার কেউ করে এর চাইতেও ভয়ংকর হবে। আমরা এমন একটা সমাজ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না।’

সমাবেশে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *