‘উৎসব’-এ দুর্দান্ত অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন দিব্য জ্যোতি। তরুণ এ অভিনেতা অভিনয়শিল্পী-চিত্রনাট্যকার দম্পতি শাহনাজ খুশি-বৃন্দাবন দাসের সন্তান। তার সঙ্গে অস্ট্রেলিয়ার রাস্তায় হঠাৎ দেখা হয়ে গেল বলিউড সুপারস্টার আমির খানের। সে ছবি ফেসবুকে শেয়ার করেছেন উচ্ছ্বসিত মা শাহনাজ খুশি।
আমিরের সঙ্গে মেলবোর্নে দেখা হওয়ার পর দিব্য নিজের পরিচয় দেন বাংলাদেশের অভিনেতা হিসেবে। এরপর জানান, ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করেছেন। এ কথা শুনে আমির খান দেখান বিশেষ আন্তরিকতা। কারণ, বেনেগালের তিনি দীর্ঘদিনের ভক্ত। দিব্যর পিঠ চাপড়ে শুভকামনা জানিয়ে গর্ব প্রকাশ করেন।
খুশির ভাষায়, ‘মেলবোর্নের রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সাথে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসাবে পরিচয় দেয়া, কথা বলা, মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সাথে কাজের কথা শুনে অত্যন্ত আন্তরিকভাবে পিঠ চাপড়ে আদর করে দিলো দিব্যকে!’
দিব্যকে আমির জানালেন, বেনেগালের অতিশয় ভক্ত তিনিও। এরমধ্যে দিব্য-আমির একসঙ্গে তুললেন ছবিও।
সেই ছবিটি পোস্ট করে শাহনাজ খুশি বলেন, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর (দিব্য) প্রতি তাঁর (আমির খান) মতো একজন শিল্পীর এমন বিনয় নিশ্চয় দিব্যর জন্যও শিক্ষণীয় হয়ে থাকবে।’