আগে জুলাই সনদ, পরে নির্বাচন: নাহিদ ইসলাম

টাইমস রিপোর্ট
2 Min Read
পঞ্চগড়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: এনসিপির ফেসবুক পেজ

নতুন সংবিধান ও জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই পদযাত্রা শেষে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এ পথসভার আয়োজন করে এনসিপির জেলা কমিটি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘আগে জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান প্রণয়ন, পরে নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া কোনও নির্বাচনে অংশ নেবে না এনসিপি। নতুন সংবিধান প্রণয়ন করতে জনগণকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।’

‘ভারতের পুশইন’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘এই পুশইন বন্ধ করেন। সাধারণ মানুষকে পুশইন না করে পারলে শেখ হাসিনাকে পুশইন করুন।’

বৃহস্পতিবার (৩ জুলাই) পঞ্চগড়ের চৌরঙ্গী মোড়ে পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি: এনসিপির ফেসবুক পেজ

টুনিরহাট-পঞ্চগড় সড়কের এ পথসভায় বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে বিকেলে পঞ্চগড় স্টেডিয়াম থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পূর্বঘোষিত পদযাত্রা শুরু করেন এনসিপির নেতৃবৃন্দ। পদযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষজনও।

নাহিদ ইসলাম ছাড়াও পদযাত্রায় ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হান্নান মাসুদসহ কেন্দ্রীয় নেতারা।

এদিন নীলফামারীতেও জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। সেখানে দেবীগঞ্জ এবং বোদা উপজেলায় পথসভা করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *