জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আইন উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলসহ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন (এনসিসি)।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক।
এতে আরও অংশ নেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে উপস্থিত ছিলেন।
১৬ অগাস্ট সনদের চূড়ান্ত সমন্বিত খসড়ার কপি ৩০টি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐকমত্য কমিশন।
এখন পর্যন্ত বিএনপিসহ মোট ২৬টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। তবে যে ৩০টি দলের কাছে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদে মতামত চাওয়া হয় তার মধ্যে ৪টি তাদের মতামত দেয়নি।