‘অপারেশন সিন্দুর’ ছবির পোস্টার নিয়ে সমালোচনার ঝড়

টাইমস রিপোর্ট
2 Min Read
‘অপারেশন সিন্দুর’ চলচ্চিত্রের ফার্স্টলুক পোস্টার । ছবি: নিকি ভিকি ভাগনানি ফিল্মস

পাহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ অভিযানে অনুপ্রাণিত হয়ে বলিউডে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেওয়া হলো। শনিবার এর প্রচারণামূলক পোস্টার প্রকাশ্যে এসেছে। চলমান পরিস্থিতিতে এমন পদক্ষেপের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

পোস্টারে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরা একজন নারী সৈনিক কপালে সিন্দুর পরছেন। তার আরেক হাতে বন্দুক। চারপাশে ট্যাঙ্ক, কাঁটাতারের বেড়া ও যুদ্ধবিমানসহ অগ্নিগর্ভ পটভূমি। পোস্টারে তিন রঙে লেখা, ‘ভারত মাতা কি জয়’। ইংরেজিতে ‘সিন্দুর’ শব্দের ‘ও’ অক্ষরের পরিবর্তে সিন্দুরের গোল কৌটা ব্যবহার করা হয়েছে।

‘অপারেশন সিন্দুর’ নামের ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন উত্তম মহেশ্বরী ও নিতিন। প্রযোজনায় নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার। তবে এতে কারা অভিনয় করবেন এখনো সেই তালিকা জানানো হয়নি।

‘অপারেশন সিন্দুর’ চলচ্চিত্রের ফার্স্টলুক পোস্টার । ছবি: নিকি ভিকি ভাগনানি ফিল্মস

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার কারণে পোস্টারটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া ক্ষমা চেয়েছেন পরিচালক উত্তম মহেশ্বরী। তিনি বলেন, ‘দেশের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা থেকে ছবিটির কথা ভাবা হয়েছে। তবে চলমান পরিস্থিতিতে ঘোষণাটি দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারও অনুভূতিতে আঘাত করা কিংবা উসকে দেওয়ার উদ্দেশ্য ছিল না আমাদের।’

গত ৬ মে ও ৭ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালানো হয়। সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের মতো এই সামরিক অভিযানের জয়গান গেয়েছেন বলিউডের তারকারা।

অভিযানের নামে ‘সিন্দুর’ রাখার তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্মাবলম্বী নারীরা বিয়ের একটি পবিত্র প্রতীক হিসেবে চুলের সিঁথিতে সিঁন্দুর মাখেন অথবা যুদ্ধের প্রস্তুতিরত যোদ্ধাদের তিলক হিসেবে পরেন। গত ২২ এপ্রিল পাহেলগামে জঙ্গিরা নিরীহ পুরুষদের লক্ষ্যবস্তু করে, যাদের মধ্যে ছিলেন সদ্যবিবাহিত কয়েকজন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *