বাংলাদেশ ফুটবলের অন্যতম প্রতিভাবান তরুণ মুখ ফাহামিদুল ইসলাম ফিরেছেন জাতীয় দলে। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইতালি থেকে বুধবার সকালে ঢাকায় নামেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। আজ থেকেই তিনি অনুশীলনে যোগ দেবেন বলে জানা গেছে।
বর্তমানে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালচিওতে খেলছেন ফাহামিদুল। এর আগে তিনি খেলেছেন লিগোর্না ও লিভোর্নোর মতো ক্লাবে। যদিও নিচু লিগে খেলেন, তবু তার পায়ের জাদু, খেলার পরিণত মানসিকতা ও পজিশনিং তাকে ইতোমধ্যে দেশের সম্ভাবনাময়দের কাতারে তুলে এনেছে।
এ বছরের শুরুর দিকে সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে দুর্দান্ত পারফর্ম করলেও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সেই সিদ্ধান্ত ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মনে করেন, তার বাদ পড়াটা ছিল ‘ভুল সময়ে ভুল সিদ্ধান্ত’।
এবার ফিরেই জাতীয় দলের বড় ভরসা হয়ে উঠেছেন ফাহামিদুল। ভুটানের বিপক্ষে ৪ জুনের প্রস্তুতি ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। আর ১০ জুনের সিঙ্গাপুর ম্যাচের দিকেই তাকিয়ে আছে গোটা দেশ।
ম্যাচটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, টিকিট ইতোমধ্যেই পুরোপুরি বিক্রি হয়ে গেছে—সাম্প্রতিক বছরগুলোতে যা খুব একটা দেখা যায়নি। অনেকেই জানিয়েছেন, এই উন্মাদনার পেছনে বড় কারণ ফাহামেদুলের প্রত্যাবর্তন।
“ও আমাদের আশার প্রতীক,” সামাজিক মাধ্যমে লিখেছেন এক ভক্ত। “আগেও চেয়েছিলাম, এবার যখন ফিরেছে, আমরা বিশ্বাস করি সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে।”
এইচ গ্রুপের চার দলেরই পয়েন্ট এখন সমান—এক করে। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় মানেই বাংলাদেশের জন্য বড় লাফ। আর সেই লাফে ফাহামেদুলের ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিক দল শিগগিরই ঘোষণা করবে বাফুফে। ফাহামিদুল যদি চূড়ান্ত দলে থাকেন এবং নিজের সামর্থ্যের প্রমাণ দেন, তবে এটিই হতে পারে দেশের ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা।