নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা মহানগর কমিটির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দলটির নেতাকর্মীরা সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ-সমাবেশ করেন।
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার অভিযোগ করে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্টভাবে কাজ করছে, এটা আমরা পর্যবেক্ষণ করছি। তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি তুলেছি ইসি পুনর্গঠনের।’
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও পূরণ করতে হবে ইসিকে।
কয়েকশ’ নেতাকর্মী নগরীর বিভিন্নস্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা মহানগর পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন ও দলের দাবি তুলে ধরছেন।
পূর্বঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশাপাশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী।