শেষ মুহূর্তে র‍্যামনের গোলে রিয়ালের নাটকীয় জয়

টাইমস স্পোর্টস
2 Min Read
শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে উচ্ছ্বাসিত রিয়াল মাদ্রিদ। ছবি: রিয়াল মাদ্রিদ, ফেইসবুক

নির্ধারিত সময়ের শেষ বাঁশি পড়ার মুহূর্তে জাকোবো র‍্যামনের গোলে মায়োর্কার বিপক্ষে ২–১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার সম্ভাব্য লা লিগা শিরোপা উদযাপন আপাতত আটকে গেল।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জয় ছাড়া অন্য কোনো ফল মেনে নেওয়ার সুযোগ ছিল না রিয়ালের। কারণ, তারা হারলে বা ড্র করলেও বার্সা খেলতে নামার আগেই তাদের ২৮তম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত। জয় পাওয়ায় এখন চার পয়েন্ট পিছিয়ে আছে মাদ্রিদ, যদিও বার্সেলোনা বৃহস্পতিবার এস্পানিয়লের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে।

ম্যাচের ১১তম মিনিটেই সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের স্তব্ধ করে দেন মায়োর্কার মার্টিন ভালিয়েন্ট। পুরো ম্যাচে রক্ষণভাগে দৃঢ়তা দেখালেও ৬৮তম মিনিটে রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে দেখালেন নিজের মান। একক প্রচেষ্টায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে গোল করে সমতায় ফেরান দলকে।

তখনও মনে হচ্ছিল ম্যাচটি হয়তো ড্রয়ের দিকেই যাচ্ছে। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে র‍্যামনের শটে গোলমুখে হাহাকার কাটায় রিয়াল, আর সঙ্গে সঙ্গে বার্সার সম্ভাব্য উৎসবটাও ঠেকিয়ে দেয় অন্তত আরও একদিনের জন্য।

এমবাপের এই গোলটি ছিল লিগে তাঁর ২৮তম। গোল্ডেন বুটের দৌড়ে তিনি বার্সার রবার্ট লেভানডভস্কির চেয়ে দুই গোল এগিয়ে আছেন। সর্বশেষ এল ক্লাসিকোতে এমবাপে হ্যাটট্রিক করলেও দল হেরে গিয়েছিল ৪–৩ ব্যবধানে। চলতি মৌসুমে বার্সার বিপক্ষে চারটি ম্যাচেই হার—যার মোট গোল ব্যবধান ১৬–৭—রিয়ালের জন্য বড় হতাশা।

এদিকে, ম্যাচের বাইরে অনির্ধারিত এক ইস্যুও আলোচনার কেন্দ্রে ছিল—কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার ঘোষণা। সোমবার আনুষ্ঠানিকভাবে খবরটি প্রকাশিত হওয়ার পর মাদ্রিদ ভক্তদের একাংশ সময়চয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তবে বুধবার বার্নাব্যুতে তেমন কোনো প্রতিবাদ বা বিশেষ সমর্থন চোখে পড়েনি। আনচেলত্তির নাম স্টেডিয়ামের ঘোষণা অনুযায়ী উচ্চারিত হলেও গ্যালারি ছিল নির্লিপ্ত।

রিয়াল মাদ্রিদের সামনে এখন কঠিন সমীকরণ। বার্সেলোনা যদি বৃহস্পতিবার জয় পায়, তাহলে রিয়ালের সব হিসাবই শেষ হয়ে যাবে। আর যদি বার্সা হারে, তাহলে নাটকীয় কোনো মোড় নেওয়ার সুযোগ থাকবে বাকি ম্যাচগুলোয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *