টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা

টাইমস স্পোর্টস
2 Min Read
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের ‘হিটম্যান’। ছবিঃ রোহিত শর্মা

ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে লাল বলের ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার পর ৩৮ বছর বয়সে এই সিদ্ধান্ত নিলেন তিনি।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়ে রোহিত বলেন, “সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা ছিল আমার জীবনের পরম গর্ব।”

২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া রোহিতের শেষ টেস্ট ম্যাচ ছিল ২০২৪–২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ধারাবাহিক ব্যর্থতার কারণে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়, যেখানে ভারত সিরিজ হারে ১-৩ ব্যবধানে।

টেস্ট ক্যারিয়ারে রোহিত ১১৬ ইনিংসে করেছেন ৪,৩০১ রান, গড় ছিল ৪০.৫৭। এই সময়ে তিনি করেছেন ১২টি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি। ভারতের হয়ে তিনি ২৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে জয় এসেছে ১২টিতে এবং হার ৯টিতে।

তবে ২০২৪–২৫ মৌসুমটা রোহিতের জন্য ছিল হতাশাজনক। আটটি টেস্টে ১৫ ইনিংসে তাঁর গড় ছিল মাত্র ১০.৯৩—যা ওই মৌসুমে ১৫ বা তার বেশি ইনিংস খেলা টপ-সেভেন ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম। এর মধ্যে ১০টি ইনিংসে তিনি দুই অঙ্কের রানই করতে পারেননি, যা এক মৌসুমে কোনো ভারতীয় ওপেনারের সবচেয়ে বাজে রেকর্ড।

রোহিতকে ইংল্যান্ডের বিপক্ষে জুন-জুলাইয়ে আসন্ন পাঁচ টেস্টের সিরিজে অধিনায়ক হিসেবে রাখার কথা থাকলেও, স্কোয়াড ঘোষণার আগেই তিনি অবসরের ঘোষণা দেন।

এর আগে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর সংক্ষিপ্ততম ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন রোহিত। ফলে এক বছরের মধ্যে দুটি ফরম্যাট থেকে সরে দাঁড়ালেন তিনি। তবে ওয়ানডে ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *