খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৮ সালে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা না দেওয়া নিয়ে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ‘ভুয়া অসুস্থতার’ অজুহাতে আদালত এড়িয়ে যাচ্ছেন। সেই সময় তিনি দাবি করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন নয় যে তিনি আদালতে যেতে পারবেন না।
২০২১ সালে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন এলে শেখ হাসিনা বলেন, সরকার মানবিক কারণে তার সাজা স্থগিত করেছে এবং বাসায় চিকিৎসার সুযোগ দিয়েছে। তবে আইনের বাইরে গিয়ে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
সর্বশেষ ২০২৩ সালের ২ অক্টোবর লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত ইউকে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন: “রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির উপরে। সময় তো হয়ে গেছে। তার মধ্যে অসুস্থ। এত কান্নাকাটি করে লাভ নাই।”
এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনেকেই এটিকে নির্মম, অমানবিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে আখ্যা দেন।