ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ সোমবার (২৮ এপ্রিল) দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করে।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা বিভিন্ন করিডরে বিক্ষোভ মিছিলের পর প্রতিষ্ঠানটির মূল ফটকসহ বিভিন্ন প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রধান দাবিগুলো হলো: জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চাকরিচ্যুতি, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
এর আগে, পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে একটি বাস্তবায়ন রূপরেখা জমা দিতে বলা হয়েছে।
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দেশের পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ, কাফনের কাপড় পরে মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে।