তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে জনরায় প্রতিফলিত হবে: সালাহউদ্দিন

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ফোকাস বাংলা

‘যদি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে জনগণের রায় প্রতিফলিত হবে’, এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠকের বিরতিতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে জনগণের রায় প্রতিফলিত হবে। এই রায় যদি কোনো দল বারবার পায়, তবে কাকে প্রধানমন্ত্রী করা হবে, তা নির্ধারণে দলের স্বাধীনতা থাকা উচিত।’

সালাহউদ্দিন জানান, ঐকমত্য কমিশন প্রধানমন্ত্রী পদে বিকল্প প্রস্তাব দিলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে বিএনপি পায়নি।

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে বিরতি দিয়ে হলে সমস্যা নেই।’

প্রধানমন্ত্রী, দলীয়প্রধান ও সংসদ নেতা একই ব্যক্তি হবেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন উদাহরণ আছে। তবে আমাদের সংসদীয় রীতিতে প্রধানমন্ত্রীই সাধারণত সংসদ নেতা হয়ে থাকেন।’

তিনি যোগ করেন, ‘সংসদ নেতা হিসেবে কার্যনির্বাহী ক্ষমতা নেই। প্রয়োজন হলে নিয়ম পরিবর্তন করে তার দায়িত্ব পুনর্বিন্যাস করা যেতে পারে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *