উড়ে গেছে বাসের ছাদ, তবুও বেপরোয়া চালক

admin
By admin
2 Min Read
দুর্ঘটনায় ছাদ উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামের বাসটির। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
Highlights
  • শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, 'এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার হদিস পাওয়া যায়নি।'

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে উড়ে গেছে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদিকে ছাদবিহীন বাসটি না থামিয়ে দীর্ঘপথ চালিয়ে নিয়ে যান চালক। পরে জনরোষে বাস থামাতে বাধ্য হন তিনি।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাদ উড়ে যাওয়া বাসের বেপরোয়া গতিবিধির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা।

বাসে থাকা এক যাত্রী জানান, বরিশালের উদ্দেশে ঢাকার সায়েদাবাদ থেকে রাত সাড়ে ৮টার দিকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস বাসটি। যাত্রা শুরুর ঘণ্টাখানেক পর ঢাকা মাওয়া সড়কে বাসটি উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা আরও একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যায়।

দুর্ঘটনার ফলে কয়েকজন আহত হন। তবুও চালক বাস না থামিয়ে বেপরোয়াভাবে চলতে থাকেন। যাত্রীদের চিৎকারে এলাকাবাসী ঘিরে ধরলে চালক বাস থামিয়ে পালিয়ে যান। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, তারা পরে ভিন্ন উপায়ে গন্তব্যে যান। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ‘এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গা থেকে আহত ৮ জনকে উদ্ধার করেছি। এর মধ্যে একজনের মাথা ফেটেছে। একজন চলন্ত বাস থেকে লাফিয়ে কোথায় পড়েছেন তার হদিস পাওয়া যায়নি।’

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছিল, পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন, তাকে আটকের চেষ্টা চলছে।’

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস চালককে আটকে অভিযান চলছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *