পূর্বাচল প্লট কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আজ অভিযোগপত্র গ্রহণ করে এ নির্দেশ দেন। পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন জমার দিন ধার্য হয়েছে ২৭ এপ্রিল।
দুদকের একাধিক তদন্তে উঠে এসেছে, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানরা পূর্বাচলে প্লট বরাদ্দ পান, যেখানে কোনো নিয়মিত আবেদন জমা ছিল না। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ব্যবহার করে চাপ প্রয়োগেরও অভিযোগ রয়েছে।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সরকারের সাবেক সচিব, রাজউক কর্মকর্তা ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তরা।
এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে—যার একটিতে শেখ রেহানা, অন্য দু’টিতে রাদওয়ান মুজিব ও আজমিনা সিদ্দিকের নাম রয়েছে।
চার্জশিটে বলা হয়েছে, এই প্লট বরাদ্দের পেছনে ‘প্রভাব বিস্তার ও প্রশাসনিক অনিয়ম’ ছিল মুখ্য চালিকা শক্তি।