বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ‘উশৃঙ্খল জনতাতন্ত্রে’ বিশ্বাসী নয়।
তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের উশৃঙ্খলতা বা জনতাতন্ত্রে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে বা করবে না, এটি আইনের বিষয় এবং সরকারের সিদ্ধান্ত। বিএনপি কখনো কোনো ‘মব সংস্কৃতি’ তৈরী করেনি এবং উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয়। বিএনপি কখনো বেআইনি অত্যাচার, নির্যাতন বা নিপীড়নে বিশ্বাসী নয়।‘
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’ এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
তারেক রহমান এক-এগারোর সময়ে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাবন্দী ছিলেন এবং ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তিনি।
রিজভী বলেন, ‘জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে? অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? শেখ হাসিনার ভয়ংকর আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা জনগণের লাখো কোটি টাকা পাচারের সুবিধা করেছে? কারা এই দেশে আওয়ামী স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করছে? তার মধ্যে অন্যতম ছিল জাতীয় পার্টি।‘
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ২০০৮-০৯ সালে ক্ষমতায় এসে দুই বছর পর টর্চার শুরু করেছিলেন। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না।‘
রিজভী আরো জানান, ‘যখন ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার ছিল না এবং সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরছিল, সে সময় জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে, তা দেশের জনগণ জানে।‘
কিছু মিডিয়াকে নিয়ে প্রশ্ন
আলোচনা সভায় রিজভী বলেন, ‘১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কিছু সংবাদপত্রে ‘প্রয়াত’ জিয়াউর রহমান লেখা হয়েছে। আমরা সমালোচনা করছি, কিন্তু আমাদের মনে, কোটি কোটি জাতীয়তাবাদী শক্তির মনে এসব সংবাদপত্রগুলো দুঃখ ও বেদনা দিয়েছে। যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি শেখ মুজিবের গণতন্ত্র হত্যা করার পর গণতন্ত্রের মুক্তি দিয়েছেন, তাকে ‘প্রয়াত’ বলে আখ্যা দেওয়া হলো।‘
তিনি আরও বলেন, ‘এই মিডিয়াগুলো, যারা এমনভাবে তার নাম ব্যবহার করছে, তারা জানে না যে, জাতির পিতা ছাড়া কেউ কথা বলতে পারত না। শেখ মুজিবের নাম ছাড়া কোনো কথা হয় না। ১৫ আগস্ট বড় বড় হেডলাইন দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হয়, কিন্তু জিয়াউর রহমানের নামের আগে “শহীদ” বা “স্বাধীনতার ঘোষক” লেখা হয় না।‘
তারেক রহমান বিশুদ্ধ কাজের মানুষ
রিজভী বলেন, “তারেক রহমানকে কারাগারে নেওয়ার উদ্দেশ্য ছিল এ জাতিকে পরাজিত করা। অর্থনীতি, সংস্কৃতি, আমাদের সবার ওপর প্রভুত্ব প্রতিষ্ঠিত করার জন্য পার্শ্ববর্তী দেশগুলো চাইছিল। এজন্যই তারেক রহমানের ওপর অত্যাচার করা হয়েছে।”
তিনি বলেন, ‘বিএনপি যখন আলোচনা করত, তখন তার নামে ক্রোড়পত্র প্রকাশ হতো, কিন্তু তিনি এসব করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘না, এগুলো করবেন না, আমি বেঁচে আছি, আমার সাফল্য আমার কাজের ওপরে।’ তিনি বিশুদ্ধ কাজের একজন মানুষ।‘
নতুন কমিটি ঘোষণা
আলোচনা শেষে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটির পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন রিজভী। তারা হলেন: সভাপতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমতিয়াজ রাজা সৌরভ (কূড়িগ্রাম), সিনিয়র সহ-সভাপতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফারজানা আক্তার রিমি (বগুড়া), সাধারণ সম্পাদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুজাহিদুল হক (বগুড়া), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আবির কাজী (বগুড়া) এবং সাংগঠনিক সম্পাদক: সাউথ এশিয়ান ইউনিভার্সিটির নাঈম ইসলাম (রংপুর)