আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাবি’র হলগুলোতে বহিরাগতদের থাকার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকালে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
এবারের ডাকসু নির্বাচনে মোট ২৮ টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদ নির্বাচনে ১৩ টি পদে মোট ১৮ টি হলে ১ হাজার ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনে মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর জন্য ৮ টি কেন্দ্রে সর্বমোট ৭১০ টি বুথ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, ৯ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলবে।