গণঅধিবার পরিষদ নেতা নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ‘ভুয়া অডিও কল রেকর্ড’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তীব্র প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, ‘প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট ‘বিকৃত কণ্ঠ’। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চেনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কণ্ঠ নয়।’
“ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়,’ উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট “মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে” যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে এ ধরনের ‘অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড’ তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নুরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। তার মাথা ফেটে গেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ বাধে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে। এ সময় নুরের কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন নুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এর মাঝখানে পড়ে নুর গুরুতর আহত হন।