গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম এবং নবাব আলীর ছেলে রকি। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- অটোভ্যানের চালক রবিউল ইসলাম ও আরেক যাত্রী আব্দুল বাকী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সেদিন সন্ধ্যায় একটি অটোভ্যান চারজন যাত্রী নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের দুই যাত্রী নিহত হন।
অন্যদিকে, অটোভ্যানের চালক ও আরেক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।