তিন সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প

2 Min Read
গাজার খান ইউনিসে নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: ইউএনবি/এপি

দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হতে পারে বলে আশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সংঘাত দ্রুত মিটিয়ে ফেলাই আপনার জন্য মঙ্গলজনক।’

বিবিসির খবরে বলা হয়, সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে একটি ভালো, সিদ্ধান্তমূলক সমাপ্তি দেখতে পাবেন। তবে এটি নিশ্চিত করে বলা কঠিন।’

‘২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তার চেয়ে খারাপ কিছু হতে পারে না’- এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘অনেক মানুষ মারা যাচ্ছে এবং আমি চাই এটা মিটে যাক। গাজায় বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আমি আবারও বলছি ভয়াবহ।’

এদিকে গাজা সিটি দখলে পূর্ণমাত্রার অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার গাজার আল-নাসর হাসপাতালে দুই দফার বিমান হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন।

তারা বার্তা সংস্থা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আল জাজিরাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে গাজা যুদ্ধের সংবাদ প্রচার করতেন।

নিহত সাংবাদিক মরিয়ম আবু দাগার জানাজা পড়াচ্ছেন বাবা রিয়াদ দাগা। ছবি: ইউএনবি/এপি

গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায়, প্রথম দফা হামলার সময় হাসপাতাল থেকে ‘সরাসরি সম্প্রচার’ (লাইভ স্ট্রিমিং) করছিলেন রয়টার্সের সংবাদিক হুসাম আল-মাসরি। হাসপাতালের সিঁড়ির ঘরে তার মৃত্যু হয়।

এ সময় হতাহতদের উদ্ধার ও সংবাদ প্রচারে এগিয়ে গেলে দ্বিতীয় দফার হামলায় প্রাণ হারান আরও চার সাংবাদিক।

তাৎক্ষনিকভাবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মতামত জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কখন এই ঘটনা ঘটেছে?’

‘আমি জানতাম না। আমি এতে খুশি নই। আমি এটা দেখতে চাই না। আমাদের এই পুরো দুঃস্বপ্নটা শেষ করতে হবে,’ বলেন তিনি।

বিমান হামলায় সাংবাদিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘দুঃখজনক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে ‘পূর্ণ তদন্তের’ আশ্বাস দিয়েছেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *