বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে জাতীয় দলের ক্রিকেটার কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যদের সাথে ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ শীর্ষক এক প্রোগ্রাম আয়োজিত হয়েছিল গত ১৯ আগস্ট। যদিও রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সেই প্রোগ্রামে ছিলেন না বয়সভিত্তিক দল ও নারী দলের ক্রিকেটাররা।
তবে বিসিবির একটি সূত্রে জানা গেছে, পুরুষদের অনূর্ধ্ব-১৯ দল, হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও নারী ক্রিকেটারদের নিয়ে চলতি মাসের শেষ দিকে আবারও ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ প্রোগ্রাম চলমান থাকবে। বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে নিয়ে এই প্রোগ্রামের অধীনে বসবেন তারা।
মূলত ক্রিকেটার, কোচিং ও সাপোর্ট স্টাফদের দাবি-দাওয়া, চাওয়া-পাওয়া, সুযোগ-সুবিধার কমতি ও যাবতীয় সমস্যা নিরসনেই এই আয়োজন বিসিবির। নারী দল বিশ্বকাপে যাওয়ার আগে এই প্রোগ্রামে বসতে পারে বোর্ড পরিচালকদের সাথে। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা থাকবেন ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ প্রোগ্রামে।