চট্টগ্রামের স্টেশন রোডে পণ্য ওঠানামার সময় বেধে দিল সিটি করপোরেশন। মহানগরীর ব্যস্ততম এই ব্যবসাকেন্দ্রে রাত ১১টা থেকে সকাল ৯টার মধ্যে পণ্য লোড-আনলোড করার নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
মঙ্গলবার সকালে স্টেশন রোডে চট্টগ্রাম সিটি করপোশনের পক্ষ থেকে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধনে এসব নির্দেশনা দেন তিনি।
শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামকে গ্রিন সিটি বানানোর চেষ্টা চলছে। শহরের জলাবদ্ধতাও ৫০ শতাংশ কমে এসেছে।
স্টেশন রোডের ফলের দোকনের সামনে ফুলের টব স্থাপন করে মেয়র জানান, ফুলের টব স্থাপনের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে বনায়ন ও অন্যান্য সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, ‘রাস্তায় পণ্য রাখলে তা যানজট সৃষ্টি করে। একই সঙ্গে আবর্জনা ছড়ায়। আপনারা মালামাল দোকানের ভেতরে রাখবেন। ক্রেতারা দোকান থেকে নিয়ে যাবে।’
সৌন্দর্যবর্ধনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্টেশন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি।
সমিতির সভাপতি শহীদুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমরা চাই না আমাদের জন্য মানুষ কষ্ট পাক। মেয়রে সিদ্ধান্ত অনুযায়ী আমাদের কার্যক্রম চালিয়ে যাব।’