জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রায় প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, মতামতের জন্য শিগগিরেই এটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে ।
শুক্রবার সংসদ ভবনের এলডি হলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলগুলোর মতামত নিয়ে আগামী সপ্তাহে আবার বৈঠক হবে। আশা করছি, বাস্তবায়নের সময়সীমা দীর্ঘ হবে না।’
তিনি জানান, ২৮ জুলাই পাঠানো প্রথম দফার খসড়ার জবাব দিয়েছে অধিকাংশ দল। ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। দ্বিতীয় দফার আলোচনায় আরও ২০টি প্রস্তাবের মধ্যে ১৯টি নিয়ে একমত হয়েছে দলগুলো।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, ‘নির্বাচন কীভাবে হবে, সেই সিদ্ধান্ত কমিশনের নয়। এটি রাজনৈতিক দল ও সরকারের বিষয়। আমরা একটি জাতীয় সনদ তৈরির কাজ করছি।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর নোট অব ডিসেন্ট–সংক্রান্ত পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, কমিশন তার নিজস্ব কাজ করছে এবং আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে বাস্তবায়নের দায়িত্ব তাদের নয়।
তিনি আরও বলেন, ‘গত ১৪–১৫ বছরে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন সবাই চায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। একসঙ্গে কাজ করলে তা সম্ভব।’
কমিশনের ব্যয় সম্পর্কে আলী রীয়াজ জানান, তারা কোনো স্বাধীন ব্যয় করেন না। এটি সংসদ সচিবালয়ের আওতায় পড়ে এবং সরকারের পক্ষ থেকে অডিট হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।