ঢালিউড ইন্ডাস্ট্রিতে ডিজিটাল ছবি নির্মাণ ও প্রদর্শনের পদপ্রদর্শক জাজ মাল্টিমিডিয়া। জনপ্রিয় এ প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’-এ নায়ক হিসেবে অভিষেক হয়েছিল বাপ্পী চৌধুরীর। সে ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের হৃদয় কাড়তে না পারলেও সুদর্শন নায়ক হিসেবে নজর কাড়েন। জাজের আশীর্বাদে তিনি একের পর ছবি হাতে পান। সেসব ছবির বেশিরভাগই ব্যবসায়িক সফলতা পাচ্ছিল। তার অভিনয়ে সমালোচনা থাকলেও অনেক দর্শকের কাছে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়। যার ফলে সিনেমা হল মালিকদের কাছে ভরসার নাম হন তিনি। শাকিব খানের পর পরই ইন্ডাস্ট্রিতে তার অবস্থান তৈরি হয়। সে বাপ্পীর এখন বলতে গেলে কোনো খোঁজ নেই।
মাহিয়া মাহী, আঁচল, বিদ্যা সিনহা মীম, অপু বিশ্বাসসহ দেশের অনেক শীর্ষ নায়িকার সঙ্গে বাপ্পীর জুটি গড়ে উঠেছিল। ‘ভালোবাসার রঙ’ ছাড়াও তিনি ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘সুইটহার্ট’, ‘প্রিয় কমলা’-র মত ব্যবসায়িকভাবে সফল ও আলোচিত ছবি উপহার দেন। অথচ তার সবশেষ ছবি ‘শক্র’সহ আগের অর্ধ ডজন ছবি বক্স অফিসে ফ্লপ হয়।
২০২০ সালে দেশে করোনা সংক্রমণ শুরু হলে বাপ্পীর ক্যারিয়ারে ভাটা পড়া শুরু হয়। এ সময় তিনিও ছবিতে অভিনয় কিছুটা কমিয়ে দেন। ওই সময়ে তিনি আটকে থাকা গ্র্যাজুয়েশন শেষ করেন। তখন বাজারে গুঞ্জন উঠে বাপ্পী বিয়ে করেছেন এবং তার সন্তান রয়েছে। তবে বাপ্পী বেশ জোরেশোরে এসবের প্রতিবাদ করেন।
করোনার প্রকোপ কমলে বাপ্পী চেষ্টা করেন নিজের ক্যারিয়ার নিয়ে আবার ঘুরে দাঁড়াতে। তিনি জাজ মাল্টিমিডিয়ার বাইরে গিয়ে ক্যারিয়ার গঠনের চেষ্টা করেন। এ চেষ্টার অংশ হিসেবে তিনি ‘ঢাকা ২০৪০’, ‘প্রেমের বাঁধন’, ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’, ‘যন্ত্রণা’ এবং ‘গিভ অ্যান্ড টেক’ নামক বেশ কিছু ছবিতে চুক্তিবদ্ধ হন। এর মধ্যে দীপনংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’-তে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। সায়েন্স ফিকশন ছবিটির পোস্টার প্রকাশিত হলে বেশ আলোচিত হয়। দর্শক-সমালোচকরা ভাবেন বাপ্পীর ক্যারিয়ার বুঝি ঘুরে দাঁড়াল। কিন্তু বাস্তবতা হচ্ছে ছবিটির ২০ শতাংশের মত শুটিং হয়ে আটকে আছে গেল ৪ বছর ধরে। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্যে এটি আর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।
আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’-এও তার লুক বেশ প্রশংসিত হয়েছিল। ছবিটির সকল কাজ শেষ হয়ে থাকলেও কবে মুক্তি পাবে কেউই জানে না।
শাকিব খানের ছবির পরে সিনেমা হলে টেক্কা দিয়ে ব্যবসা দেওয়া বাপ্পী কেন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন? ইন্ডাস্ট্রির লোকজনের মতে, ২০১৯ এর পর থেকে ইন্ডাস্ট্রিতে সিয়াম, রোশান, শরিফুল রাজের মত নায়কের আগমন ঘটেছে। যারা ভালো অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। বক্স অফিসে একটা পর একটা ফ্লপ দেওয়ার পরে বাপ্পী তার পারিশ্রমিক কমাননি। ১৫-২০ লাখ করে তিনি ছবি প্রতি পারিশ্রমিক চাইতেন। তা ছাড়া তাকে সময় মত ফোনে না পাওয়া, সেটে গিয়ে নানা ধরনের খামখেয়ালি করা ইত্যাদি কারণে পরিচালকরা তার প্রতি বিরক্ত ছিল।
বাপ্পী এখন কোথায় আছেন, কেন তাকে নতুন ছবিতে দেখা যাচ্ছে না? এসব ব্যাপারে জানতে তাকে কল করে টাইমস অব বাংলাদেশ। তিনি বলেন, ‘এ মুহূর্তে তিনি নারায়ণগঞ্জে আছেন। পরিবারের ব্যবসা দেখছেন। ইচ্ছে রয়েছে খুব শিগগিরই আবার অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে। আর এর জন্য তিনি নিজেকে নতুন করে তৈরি করছেন।’