মাদারীপুরে দুই কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুদকের অভিযান

টাইমস ন্যাশনাল
1 Min Read
শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। ছবি: টাইমস

শিক্ষক ও কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে মাদারীপুরের ডাসারে দুইটি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এ অভিযান চালানো হয়।

দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথিপত্র চাওয়া হয়।

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় এবং শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। ছবি: টাইমস

আক্তাতারুজ্জামান বলেন, ‘ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক-কর্মচারী নিয়োগে নিষেধ থাকা সত্ত্বেও অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চেয়েছি, তারা রোববার পর্যন্ত সময় নিয়েছে।’

তিনি আরও জানান, ‘শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে প্রত্যেকটি অনিয়ম মাউশিতে প্রমাণিত । আমরা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রমাণ পেয়েছি এবং রেকর্ডপত্র সংগ্রহ করেছি। কলেজের অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করেও নিয়মিত বেতন উত্তোলন করছেন, যা সত্য। বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। যদি তা আইন ও বিধির বাইরে হয়ে থাকে, তাহলে কমিশনের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *