‘জুলাই অভ্যুত্থানের’ স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

টাইমস রিপোর্ট
1 Min Read
জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

রক্তক্ষয়ী ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ অগাস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। সেদিন উল্লসিত জনতা দখল নেয় তার সরকারি বাসভবন গণভবন ও কার্যালয়ের।

‘ফ্যাসিবাদের দূর্গ’ খ্যাত সে ভবনের ওপর পতাকা নিয়ে জনতার উল্লাসের বিখ্যাত ছবিটি ফুটে উঠেছে উদ্বোধনী খাম আর দু’টি স্মারক ডাকটিকেটে। আরেকটি ডাকটিকিটে ফুটিয়ে তোলা হয়েছে ‘মুক্তির সূর্য’ আবরণে জুলাইযোদ্ধা শিক্ষার্থীর ছবি।

প্রতিটি ডাকটিকেটের দাম ১০ টাকা। আর উদ্বোধনী খামসহ দাম পড়বে ৫০ টাকা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *